প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা | প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা ২০২২

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা | প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা ২০২২



বোর্ড সদস্য ৩ জন।

প্রার্থীর নামঃ Md:Yousuf Rahman
ডিসি মহোদয়, জেলা শিক্ষা অফিসার, এবং জেলা অাওয়ামিলীগ সহ সভাপতি।
[ প্রায় সকল প্রশ্ন ডিসি সাহেব নিজেই করেছেন ]
অনুমতি নিয়ে প্রবেশ, সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলাম, DPEO স্যার কাগজ গুলো নিলেন দাঁড়ানো অবস্থায় তারপর ইশারা করে বসতে বললেন।
বসার পর ধন্যবাদ দিলমঃ
DPEO SIR: কোথা থেকে পড়ালিখা শেষ করেছেন? অামি বলতে যাবো তখন কাগজ দেখতে দেখেতে তিনি নিজেই বলছেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে!
পরীক্ষক - 2:- কোন বিষয়ে পড়েছেন?
অামিঃ বললাম
DC Sir: ক্লাস ফাইভের বই দেখিয়ে..... প্রথম যে পেজ পাবে সেটা পড়ো।
অামিঃ অামি পেজ উল্টে সূচিপত্র দেখতে পেলাম সেটা পড়া শুরু করলাম। একটি পর থামতে বললেন।
DC sir: অাচ্ছা ধরুন বাচ্চা কাচ্চা খুব চিল্লাচিল্লি করছে তাদের ঠান্ডা করার জন্য সুন্দর একটা ছড়া বলুন?
অামিঃ অাবৃত্তির ঢঙে। অামাদের ছোট নদী...... কিছুক্ষণ পর থামিয়ে
DC sir: গান জানো? একটা গান শোনাও তো?
অামিঃ এক নদী রক্ত পেরিয়ে...... [বেশ গলা ছেড়ে গেয়েছি নিজেকে চাঙ্গা করার জন্য]
DC sir : বাহ সুন্দর। ঠিক অাছে বলুন তো মুক্তিযুদ্ধে জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য দিবস গুলো সিরিয়ালি বলুন?
[অাসলে উনি পুরো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানার জন্য প্রশ্নটা করেছিলো ]
অামিঃ অামি দিবস বলতে স্বীকৃতি প্রাপ্ত দিন গুলো মনে করে উত্তর দিতে শুরু করলাম।
প্রথমেই ১৬ ডিসেম্বর বলে ফেলেছি!
উনি বলছেন এর অাগে কিছু নেই?। অামি বললাম স্যরি স্যার অাছে।
বললাম ৭ মার্চ... ২৫ মার্চ... ২৬ মার্চ.... ৯ এপ্রিল..... ১০ এপ্রিল..... ১৭ এপ্রিল মুজিবনগর সরকার... ১৪ ডিসেম্বর.. ১৬ ডিসেম্বর
DC sir: ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল কেন উল্লেখযোগ্য?
অামিঃ মুজিবনগর সরকার গঠন ও শপথ
DC sir : ২৫ মার্চ কি?
অামিঃ কালো রাত্রি
DC sir : না অার কি বলা হয়?
অামিঃ অামি বুঝতে পারছিলামনা মূলত সে কি জানতে চাচ্ছে। বললাম অপারেশন সার্চ লাইট। বললো ঠিক অাছে
DC sir: এটি কি কোন দিবস?
অামিঃ জ্বি স্যার। গণহত্যা দিবস।
DC sir : হ্যা এটা কিন্তু সংসদে অনুমোদিত হয়েছে।
অামিঃ জ্বি স্যার
DC sir: উনি গুরুত্বপূর্ণ দিবস গুলোর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু র জন্মদিন ও ১৫ অাগস্ট শোক দিবস এই উত্তর গুলো ও অাসা করছিলো পরে তার কথায় বুঝলাম। কিন্তু তিনি তো প্রশ্ন তস করেননি প্রথমে। উনি বলছেন ১৭ মার্চ ১৫ অাগস্ট এগুলো কি বললেন না কেন?
অামিঃ তার কথার প্রটেস্ট না করে বললাম স্যার ১৫ অাগস্ট শোক দিবস। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন।
DC Sir: বললো ঠিক অাছে! ১৭ মার্চ অার কি জন্য উল্লেখযোগ্য?
অামিঃ স্যার জাতীয় শিশু দিবস।
DC Sir: তুমি ভালো পারো জানোও ভালো কিন্তু অারো প্রাকটিস করে অাসতে হতো। ঠিক অাছে ধন্যবাদ তুমি অাসতে পারো এখন। অামি সবাইকে ধন্যবাদ দিয়ে দুইধাপ পেছনে এসে ঘুরে চলে অাসলাম।

Post a Comment

Previous Post Next Post