এইচএসসি মানবিক শাখার রুটিন ২০২২ | এইচএসসি বিজ্ঞান শাখার রুটিন ২০২২ | এইচএসসি ব্যবসায় শাখার রুটিন ২০২২
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।তোমরা সবাই কেমন আছ?আশা করি তুমি ভালো আছো।আমাদের Educationpedia24.com এ স্বাগতম।♥♥
এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন প্রকাশ হয়েছে।আপনাদের সুবিধার্থে বিজ্ঞান,মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে।যার যেই শাখা প্রয়োজন নিয়ে নিতে পারবেন।
বিশেষ নির্দেশাবলি :
১। পরীক্ষা শুরুর ৩০ ( ত্রিশ ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে
২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
৩। বহুনির্বাচনী ( MCQ ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল ( CQ ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ।
* পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে । MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না ।
( ক ) সকাল ১১.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে : সকাল ১০.৩০ মি . অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
* সকাল ১১.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
*সকাল ১১.২০ মি . বহুনির্বাচনি উত্তরপত্র ( OMR শিট ) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।
( খ ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে :
*দুপুর ০১.৩০ মি . অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
*দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ
*দুপুর ০২.২০ মি . বহুনির্বাচনি উত্তরপত্র ( OMR শিট ) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।
৪ । প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে ।
৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে ।
৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে । কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না ।
৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয় , বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে ( প্রযোজ্য ক্ষেত্রে ) পৃথকভাবে পাস করতে হবে ।
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না , পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে ।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ( Non programmable ) ব্যবহার করতে পারবে । প্রোগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না ।
১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না ।