বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা
জাহাঙ্গীর কবির অনিক, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।
অনেকে লিখিত পরীক্ষার জন্য অনেক বইয়ের কথা বলে থাকেন। তাই যারা নতুন তারা অল্প সময়ে প্রস্তুতির সময়ে অনেক অনেক বইয়ের কথা শুনে হতাশায় ভুগে থাকেন। আসলে এত এত বই না পড়ে একদম প্রিসাইজ পড়া উচিত। অনেকে ইনবক্সে লিখিত প্রস্তুতির জন্য বইয়ের লিস্ট চেয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারে আলোকপাত করছি। নিচের বইগুলো পড়লেই লিখিত পরীক্ষার জন্য মোর দেন ইনাফ।
#### বাংলাঃ
১/ Assurance বাংলা লিখিত গাইডঃ ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ,রচনা, পত্র এর জন্য
২/ শীকর বাংলা লিখিত বইঃ সাহিত্য অংশের জন্য
৩/ শীকর গ্রন্থ সমালোচনাঃ গ্রন্থ সমালোচনা এর জন্য
*** সমর সেনের বাগধারা, সৌমিত্র শেখর এর বই পড়ার কোন দরকার নেই।
#### ইংরেজিঃ
১/ English Reading Skill by Prof Ataul Haque : Comprehension চর্চার জন্য।
২/ Assurance English written book: grammar, letter, Essay অংশ চর্চার জন্য।
৩/ Vocabulary চর্চার জন্য প্রিলি তে যে যেটা পড়েছেন সেটাই ঝালাই করবেন। ( সাইফুর ভোকাবুলারি বা Word smart বা Barrons GRE)
৪/ সাইফুরস translation: Tranalation practice করার জন্য।
#### বাংলাদেশঃ
১/ Assurance বাংলাদেশ বিষয়াবলী ( complete একটা বই)
২/ আরিফ হোসেন এর সংবিধান
৩/ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ঃ ডাটা ও সরকারের পদক্ষেপ গুলো জানার জন্য।
*** এর বাইরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সমন্ধে ভালোভাবে পড়তে চাইলে confidence এর " বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বইটি পড়তে পারেন। না পড়লেও সমস্যা নেই।
#### আন্তর্জাতিকঃঃ
১/ Assurance আন্তর্জাতিক বিষয়াবলী ( আসলে আন্তর্জাতিক বিষয় টা লিখিত পরীক্ষার এক মাস আগে যে assurance digest বের হয় সেখান থেকে পড়লেই ইনাফ)
২/ নাঈম হোসেন এর রিটেন বেসিক ভিউ বই থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ রিসেন্ট টপিক আর প্রবলেম সলভিং। সব না পড়লেও হয়।
*** আব্দুল হাই এর আন্তর্জাতিক বই চাইলে ও সময় থাকলে পড়তে পারেন। কিন্ত না পড়লেও কোন সমস্যা নেই। উপরের বই দুইটাই মোর দেন ইনাফ। আর লিখিত পরীক্ষার আগে আগে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক টপিক এর উপর ইন্টারনেট থেকে কিছু ম্যাপ আকা চর্চা করবেন।
#### বিজ্ঞানঃ
১/ নবম দশম শ্রেণীর নতুন বিজ্ঞান বই ( কমার্স এর ছাত্ররা যেটা পড়ে)ঃ সিলেবাস এ থাকা অধ্যায়গুলো ভালোভাবে পড়ার জন্য।
২/ ওরাকল/ এসুরেন্স বিজ্ঞান ও প্রযুক্তিঃ আগের বিসিএস এ আসা বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রশ্নগুলো এবং ইলেকট্রনিকস অংশ চর্চার জন্য
৩/ Easy Computer:সিলেবাস ধরে ধরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের জন্য।
#### গণিতঃ
১/ ৯-১০ শ্রেণীর সাধারণ গণিত- সিলেবাস ধরে করার জন্য
২/ ৯-১০ শ্রেনীর উচ্চতর গণিত- সিলেবাস ধরে করার জন্য।
৩/ খাইরুলস এডভান্সড ম্যাথঃ সিলেবাস এর পাটিগণিত এর তিনটা অধ্যায়, বিন্যাস সমাবেশ, সরলরেখা, সম্ভাবনা চর্চার জন্য।
৪/ ওরাকলঃঃ বিসিএস এ আসা প্রশ্নগুলো দেখার জন্য ও সলভ করার জন্য।
#### মানসিক দক্ষতাঃ
১/ প্রিলিতে যে বই পড়েছেন/ Assurance এর বই
২/ বেসিক রুলস এর জন্যঃ কনফিডেন্স এর সংক্ষিপ্ত মানসিক দক্ষতা।
*** বাংলা রচনা, English Essay, বাংলাদেশ, আন্তর্জাতিক অংশের ডাটা, কোটেশন এর জন্য ইন্টারনেট, সংশ্লিষ্ট মমন্ত্রনালয়ের ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা এর আন্তর্জাতিক, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পাতা এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১( জুলাই এ বের হবে) এর সাহায্য নিন।
*** বাংলা রচনা ও English essay এর জন্য unique publications এর " লিখিত বাংলা রচনা ও English essay " বইটা ভালো। প্রচুর ডাটা ও কোটেশন দেওয়া আছে যেগুলো সব বিষয়েই কাজে লাগানো যেতে পারে।
আশা করি এই বইগুলো সিলেবাস ধরে ধরে পড়তে পারলে লিখিত পরীক্ষায় খুব ভালো মার্কস পাওয়া সম্ভব। আর কোন বই পড়ার প্রয়োজন নেই।আমিও এগুলোই পড়েছিলাম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্যও সবাই দোয়া করবেন।
*** বাংলা রচনা ও English essay এর জন্য unique publications এর " লিখিত বাংলা রচনা ও English essay " বইটা ভালো। প্রচুর ডাটা ও কোটেশন দেওয়া আছে যেগুলো সব বিষয়েই কাজে লাগানো যেতে পারে।
আশা করি এই বইগুলো সিলেবাস ধরে ধরে পড়তে পারলে লিখিত পরীক্ষায় খুব ভালো মার্কস পাওয়া সম্ভব। আর কোন বই পড়ার প্রয়োজন নেই।আমিও এগুলোই পড়েছিলাম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্যও সবাই দোয়া করবেন।
মোঃ জাহাঙ্গীর কবির অনিক
সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।
৩৮ তম বিসিএস।
মেধাক্রমঃ ০৫
Tags:
Job news