ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায় | ঘরোয়া উপাদান দিয়ে রুপচর্চা | How to get fair at home

ঘরোয়া উপাদান দিয়ে রুপচর্চা 

How to get fair at home

আজকে আমরা জানবো কিভাবে ঘরে থাকা উপাদান দিয়ে রুপচর্চা করে সুন্দরী হওয়া যায়।আপনারা কি জানেন,বাসায় থাকা এমন অনেক জিনিস আছে যেগুলা দিয়ে আমরা রেগুলার স্কিন কেয়ার করতে পারি..সেগুলো হলোঃ


ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়

ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায় | ঘরোয়া উপাদান দিয়ে রুপচর্চা | How to get fair at home


ডিম

মধু

কফি

আলু

চিনি

বেসন

চালের গুরি 

ডালের বাটা/গুরি

কমলার খোসা বাটা/গুরি

শসা/টমাটো ইত্যাদি ইত্যাদি.....


আসুন এইবার জেনে নেই ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে রুপচর্চা করবো.. 


পোরস কমাতে ম্যাজিক এর মতো কাজ করে ডিমের সাদা অংশ,স্কিন কে ইন্সট্যন্ট ব্রাইট করে এগ হোয়াইট পার্ট।

ফেস ক্লিন করে ডিমের সাদা অংশ লাগিয়ে,৫ মিনিট পর নরমাল পানি দিয়ে ফেস ক্লিন করে নিবেন।


মধু রুপচর্চার জন্য অন্যতম প্রাকৃতিক উপাদান, যেকোনো প্যাক এর সাথে মধু মিক্সড করে লাগালে স্কিন সফট হয়।


কফির সাথে মধু,আলুর রস মিক্সড করে লাগালে ডার্ক সার্কেল রিমুভ হয়।



আলুর রসের সাথে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিক্সড করে লাগালে স্কিন ব্রাইট দেখাবে(র লেবুর রস যদি সুট করে)


লিপস কেয়ার ও স্কার্বিং এ চিনির গুনাগুন আমরা সবাই জানি। চিনির সাথে মধু,একচামচ লেবুর রস মিক্সড করে লিপ স্কার্ব করলে ধিরে ধিরে লিপের কালো দাগ রিমুভ হয়ে যায়।


সকাল বেলায় ফেসওয়াস এর কাজ করে বেসন,বেসন এর সাথে মধু,রোজ ওয়াটার মিক্সড করে ফেস ক্লিন করে নিতে পারেন,তাতে করে রাতে জমা ফেসের ওয়েল ক্লিন হয়ে যাবে।


স্কিনে স্কার্ব ও ফেসিয়াল করা খুবই গুরুত্বপূর্ণ আর আর চালের গুরি ছাড়া স্কার্বিং এর উপাদান গুলোর একটু,চালের গুরার সাথে,মধু,চিনি,ডালের গুরা,বেসন,মিক্সড করে উইকে ২ বার বডি ও ফেস স্কার্ব করলে স্কিনে থাকা হোয়াইট & ব্লাক হেডস রিমুভ হবে প্লাস স্কিন ব্রাইট দেখাবে।


টমেটোর রসের সাথে চিনি মিক্সড করে লাগালে ব্লাক হেডস রিমুভ হয় প্লাস স্কিন ক্লিন হয়।


★টমেটো রস,শাসার রস,আলুর রস,মধু,চালের গুরা মিক্সড করে স্কার্ব করা যায়।


তাহলে বাসায় হাতের কাছে যা পান,রুপচর্চা শুরু করে দিন,ঘরে থাকা কিছু উপাদান দিয়েও রুপচর্চা করা যায়।


ধন্যবাদ ❤️



Post a Comment

Previous Post Next Post