লাল সালু | লাল সালু উপন্যাস প্রশ্ন ও উওর/বহুনির্বাচনি | এইচএসসি উপন্যাস লাল সালুর গাইড বই
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্দ বর্তমান অনলাইন যুগ এই যুগে সব কিছু অনলাইনে হয়। তাই ছেলে মেয়েরা সব কিছু অনলাইনে খুজে বেরায়। আর যদি সেটা এডুকেশন বিষয় হয় তাহলে তো আরো আগে এখন সবাই সব কিছু খুজতে বের হয়ে যায়। কিন্তু অনলাইনে বেশিভাগ ভূয়া সাইট রয়েছে যার মধ্যে আপনি ঘুরতে ঘুরতে কিছুই পাবেন না। কিন্তু আমরা সব কিছু আমাদের ওয়েবসাইটে রিয়েল দিয়ে থাকি তাই যদি আপনি আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আসুন তাহলে আজকের আমাদের আলোচ্য বিষ সালু | লাল সালু উপন্যাস প্রশ্ন ও উওর | এইচএসসি উপন্যাস লাল সালুর গাইড
লাল সালু | লাল সালু উপন্যাস প্রশ্ন ও উওর | এইচএসসি উপন্যাস লাল সালুর গাইড বই
লালসালু - উপন্যাস
লেখকঃ-সৈয়দ ওয়ালীউল্লাহ
আধুনিক বাংলা সাহিত্যের এক স্তপ্রতিম কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-৭১)। 'কল্লোল'-এর ধারাবাহিকতা তাঁর ভিতরে প্রবাহিত, আবার তিনি নতুন বাংলা কথাসাহিত্যেরও এক বলিষ্ঠ উদ্গাতা। জগদীশ গুপ্ত ও মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী এই লেখক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করেছেন; ক'রে এগিয়ে গিয়েছেন অনেক দূর অবধি। সাম্প্রতিক কথাসাহিত্যিকদের মধ্যেও যে তাঁর উৎসারিত জনধারা প্রবহমাণ, এও তাঁর সৃজনী সচলতার এক সাক্ষ্য। অথচ তাঁর সমগ্র রচনা কতটুকুই বা দুইটি গল্পগ্রন্থ, তিনটি উপন্যাস, তিনটি নাটক, কিছু অনুবাদ, অগ্রন্থিত কিছু কবিতা-গল্প-একাঙ্ক - প্রবন্ধ-গ্রন্থালোচনা। এই গল্প ও মহার্ঘ ঐশ্বর্যই তাকে আধুনিক বাংলা সাহিত্যের এক কৃতী পুরুষে পরিণত করেছে, প্রথম আধুনিক বাঙালি-মুসলমান কথাসাহিত্যিক রূপে মহিমা দিয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও মীর মশাররফ হোসেন থেকে যে বাংলা কথাসাহিত্যের ধারা উৎসারিত হয়েছে, সৈয়দ ওয়ালীউল্লাহ্ তার উত্তরসূরী ঔপন্যাসিক। ঔপন্যাসিক হিশেবে, নতুন রীতির নাট্যকার ও গল্পকার হিশেবেও, তাঁর অবস্থান বাংলা সাহিত্যে অমোঘ। মাত্র আটটি গ্রন্থ রচনা করে এই কৃতিত্ব বাংলা কথাসাহিত্যে আর কে অর্জন করেছেন!
লালসালু - উপন্যাস
লেখকঃ-সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ ওয়ালীউল্লাহ্র গল্প-উপন্যাস-নাটকের কেন্দ্রমর্মে আছে 'উন্মুখ প্রবৃত্তি' আর 'মনোভাবের বিশ্লেষণ' (জগদীশ গুপ্তের ভাষায়)। বিংশ শতাব্দীর সূচনামুহূর্তে রবীন্দ্রনাথের ‘চোখের বালি' উপন্যাসে এই বিষয়গুলি উত্থাপিত হয়। বহির্জগতের রূপায়ণ তো আছে; থাকবেই; তার সঙ্গে যুক্ত হল ব্যক্তি ও সমাজের দোলাচল, ব্যক্তির আরণ্যক অন্তর্ভুবন। আধুনিক কথাসাহিত্য বাস্তবের এই অন্তঃশায়ী তল-টিকে আবিষ্কার করেছে, 'ভিতরকার মানুষ'-এর অবিরল উন্মোচন তার অভীষ্ট।
Title | লাল সালু উপন্যাস প্রশ্ন ও উওর পিডিএফ ডাউনলোড |
PDF Size | 1.4 Mb |
PDF Collect | Online |