Hsc bangla 2nd paper suggetion 2023 | এইচএসসি বাংলা ২য় পএ সাজেশন ২০২৩ | এইচএসসি বাংলা ২য় পএ ফাইনাল সাজেশন ২০২৩ (সকল বোর্ড)
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্দ বর্তমান অনলাইন যুগ এই যুগে সব কিছু অনলাইনে হয়। তাই ছেলে মেয়েরা সব কিছু অনলাইনে খুজে বেরায়। আর যদি সেটা এডুকেশন বিষয় হয় তাহলে তো আরো আগে এখন সবাই সব কিছু খুজতে বের হয়ে যায়। কিন্তু অনলাইনে বেশিভাগ ভূয়া সাইট রয়েছে যার মধ্যে আপনি ঘুরতে ঘুরতে কিছুই পাবেন না। কিন্তু আমরা সব কিছু আমাদের ওয়েবসাইটে রিয়েল দিয়ে থাকি তাই যদি আপনি আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আসুন তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় দেখে নেই।আর আমাদের ওয়েবসাইট Educationpedia24.com আপনাদের স্বাগতম♥♥♥
এইচএসসি বাংলা ২য় পএ ফাইনাল সাজেশন ২০২৩ (সকল বোর্ড)
Hsc bangla 2nd paper suggetion 2023
পরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সাথে থাকুন (ধন্যবাদ)
এইচএসসি বাংলা ২য় পএ সাজেশন ২০২৩
১. উচ্চারণের নিয়ম :
১. ব - ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ? ২. অ - ধ্বনি উচ্চারণের পাচঁটি নিয়ম উদাহরণসহ লিখ? ৩.এ - ধ্বনি উচ্চাররণের পাচঁটি নিয়ম উদাহরণসহ লিখ
?
অথবা বানান শুদ্ধকরণ:
পোষ্টমাস্টার,বিষয়ক,ইতি মধ্যে শিরচ্ছেদ,স্বর্ধনা,
কথোপকথন,সুস্বাগত, ন্যুনত ম,পুরষ্কার,আবিষ্কার,স্বরস্বতী,প্রাণীবিদ্যা, ভৌগলিক,ইতিপূর্বে, গীতাঞ্জলী,বুৎপত্তি, আইনজীবি, মুর্ছনা, উচ্ছাস, দৈনতা, শান্তনা, বুদ্ধিজীবি,পিপিলিকা, জৈষ্ঠ্য, লজ্জাস্কর, পৈত্রিক, প্রতিযোগা
২. ব্যাকরণীক শব্দশ্ৰেণী:
১. ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বোঝা? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখ । ২. বিশেষ্য ককে বলে? উদাহরণসহ বিশেষ্যের
শ্রেণিবিভাগ আলোচনা করো। ৩. ক্রিয়া বলতে কী বোঝা? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো।
৪. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো। বি.দ্র: একটা অনুচ্ছেদ থাকতে পারে। উক্ত অনুচ্ছেদ
থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :
অটি-সটি, উত্তরোত্তর, অহিনকুল, দম্পত্তি, হিতাহিত, অহোরাত্র, সত্যাসত্য, "দায়াতকলম, সহোদর,আশিবিষ, নদীমাতৃক, যথেষ্ঠ, আমরণ, উদ্বেল, ষড়ঋতু,বজ্রকঠোর, চাঁদমুখ, নবপৃথিবী লাল গোলাপ, ক্ষুধানল, সলিলসমাধি,
ঢেঁকিছাটা, আলুনি, বাক্যান্তর, আকণ্ঠ, বীরকেশরী,রাষ্ট্রপত্তি, ধর্মঘট, তপোবন, বিমনা, সাতসতেরো, পথেঘাটে, আমরা, উপনদী, বিশালাক্ষী, হাতে পায়ে।
৩. পাঠ
১. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো।
২. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? একটি সার্থক বাক্যের কয়টি গুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ পর্যালোচনা করো।
অথবা বয়ান শুদ্ধকরণ:
১. সকল সদস্যগনকে অভিনন্দন জানাচ্ছি।
2. সব ছাত্ররা উপস্থিত আছে।
৩. অশ্রু জলে বুকে ভেসে গেল ।
৪. সে এ. মোকাদ্দমায় সাক্ষী দিয়েছে।
৫. পরবর্তীতে আপনি আবার আসবেন।
৬.আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। ৭. গীতাঞ্জলী একটি সংক্ষেপ্ত।
৮. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। ৯. সময় বড় সংক্ষিপ্ত।
১০. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র
১১. ষড়ঋতুর সমাহরের দেশ বাংলাদেশ ১২.
কার্তিবাস বাংলা রামায়ন লেখেছেন। ১৩. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত লেখেছেন।
১৪. দৈনতা কোন সময়ই প্রশংসনীয় নয়।
১৫. আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
১৬. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে
১৭. নুরুল সাহেব স্বপরিবারের বেড়াতে গেলেন।
১৮. এটি লজ্জাস্কার ব্যাপার।
১৯. এক অগ্রহায়নে শীত যায় না । ২০. পূর্বদিকে সূর্য উদয় হয় ।
২১. চোরে চোরে চাচতো ভাই।
২২. ছেলেটি ভয়ানক মেধাবী
৪. পারিভাষিক শব্দ ।
শপথ, জামিন, ঠান্ডা যুদ্ধ, নিষেধাজ্ঞা, জীবনী, পুষ্টি, প্রত্যয়ন, মেমোরেন্ডাম, গ্যালাক্সি, ব্যালট, ধ্বনিতত্ত্ব, এজেন্ডা, বায়ো-ডেটা। অভিবাসী। মন্ত্রিসভা, পদমর্যাদা, অভিশংসন, ইশতেহার, চারুকলা, অন্তর্ঘাত, স্বাস্থ্যকর, কিংবদন্তি, নীতি, উপভাষা, ভর্তুকি, গৃহযুদ্ধ, উপসর্গ, গ্লোবাল, আরবান, প্রিপেইড, আদমশুমারি, জাদুঘর, কূটনৈতিক।
বাংলা অনুবাদ
1. একজন ভালো শিক্ষক হল একজন দেশের ছাত্রদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ...... প্রতিটি 2. একজন দেশপ্রেমিক হলেন একজন ব্যক্তি যিনি তার দেশকে ভালবাসেন... এর
জনগণ.
3. বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ অগ্রগতি।
4. বই পুরুষের জীবনের সেরা সঙ্গী... অনেক আনন্দ।
5. নিরক্ষরতা আমাদের দেশের একটি বড় সমস্যা।
দেশ থেকে 6. মানুষ তার নিজের জীবনের স্থপতি...... থেকে
দিন দিন
7. গাছ আমাদের বন্ধু। এটা আমাদের সাহায্য করে ভিন্ন
উপায়..... প্রোগ্রাম সফল। 8. শিক্ষার হাওয়া হল একজন মানুষকে সম্পূর্ণরূপে নিজের জন্য উপযুক্ত করে তোলা... যদি এর কোন মূল্য না থাকে। 9. একজন ছাত্রের জীবন হল প্রস্তুতি, শান্তি ও সমৃদ্ধির জীবন।
আবেদন পত্র :
১. মাধ্যমিক / প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক / সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র লিখ :
২. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখ:
৩. করোনায় ক্ষিতিগ্রন্থ অঞ্চল পরিবারের জন্য সাহায্য
চেয়ে তিনি বরাবর আবেদন পত্র লিখ: ৪. শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লিখ:
প্রতিবেদন রচনা:
১.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিতে একটি প্রতিবেদন লিখ। ২.২১ শে ফেব্রুয়ারি/২৫শে মার্চ/ ১৬ই ডিসেম্বর পাল উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। ৩.খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ।
৫. পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ' শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। ৬.ছাত্র-ছাত্রীর পুনমিলনী অনুষ্টান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো । ৭. তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি
প্রতিবেদন প্রস্তু করো
৬. সারংশ:
১. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না।
৩. কোনো সভ্য জাতিকে ছাড়া নিজেকে পূর্ণ করে।
২. প্রকৃত জ্ঞানের স্পৃহা না উম্মেচিত হবে না । ৪. কীসে ছয় মর্যাদা? দামি... অবজ্ঞায় বলব যাও । ৫. অভাব আছে বলিয়া লাভ করিয়াছে।
৬. মানুষের সুন্দর মুখ ও সাধনা চাই ।
অথবা.সারমর্ম :
১. বসুমতি কেন তুমি একেবারে ছাড়ে।
২. কিছু দৈন্য যদি আসে আসুক ... দু'হাত বাড়াস । ৩. তরতলে বসে পান্থ শ্রান্তি .... ধন্য তন্ত্র মতোন।
৪. বন্ধু, বলিনি,ঝুট নবিয়া খোদার মিতা।
৫. পরের কারণে স্বাদ.... আমরা পরের তরে।
৬. জোটে যদি মোটে সেই তো সুধা ।
৭. ক্ষমা যেদা ক্ষীল দুর্বলতা ... যেন তৃণসম দহে। ৮. আসিতেছে শুভদিন ... আসে নব উত্থান।
৯. কহিল মনের খেদে সুমঙ্গল ধারা
১০. একদা ছিল না জুতা থাকে কতক্ষণ? .... ১১. আমার একার সুখ, সুখ জীবন সুমধুর করি।
ভাবসম্প্রসারণ:
১. কীর্তিমানের মৃত্যু নাই । ২. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
৩. প্রাণ থাকলেই প্রানি হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয়
না।
৪. পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে
রই। ৫. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে ।
৬. বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
৭. বিদ্যায় সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুর উত্তরসাধক মাত্র। ৮. রাত যত গভির হয়, প্রভাত তত নিকটে আসে।
৯. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ১০. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
১১. সাহিত্য জাতির দর্পণস্বরূপ।
সংলাপ রচনা:
১. করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
২. সাম্প্রদায়িক সম্প্রীতির মেলনবন্ধন' বিষয়ে সম্পর্কে
দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। ৩. নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৪. বিজ্ঞানচর্চার সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। সংলাপ রচনা করো। একটি সংলাপ রচনা করো।
৫. ফেসবুকের সুফল ও কুফর সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো ।
৬. বইপড়ার গুরত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি
৭. বাল্যবিবাহ নিরোধের গুরত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে
৮. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৯. ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
অথবা খুদেগল্প ৷
১. 'সাম্প্রদায়িক সম্প্রতির যোগবন্ধন' বিষয়কে একটি খুদেগল্প লিখ ।
২. 'আলোকিত মানুষ' শিরোনামে একটি খুদেগল্প লিখ।।
৩. সততার পুরষ্কার শিরোনামে একটি খুদেগল্প লিখ ৪. ‘অসময়ের বই প্রকৃত বন্ধু' শিরোনামে একটি খুদেগল্প
লিখ
৫. 'রক্তাদানের পূণ্য' শিরোনামে একটি খুদেগল্প
Hsc bangla 2nd paper final suggetion 2023
Hsc bangla 2nd paper all broad final suggetion 2023
Hsc (All broad) final suggetion
Hsc (All broad) final suggetion bangla 2nd paper 100 % common
এইচএসসি সকল বোর্ড চুড়ান্ত সাজেশন ২০২৩
এইচএসসি বাংলা ২য় পএ চুড়ান্ত সাজেশন ২০২৩
এইচএসসি বাংলা সাজেশন ২০২৩
এইচএসসি বাংলা ২য় পএ সাজেশন ২০২৩ (সকল বোর্ড)
এইচএসসি বাংলা ২য় পএ সাজেশন ২০২৩ pdf
Tag:-Hsc bangla 2nd paper suggetion 2023 | এইচএসসি বাংলা ২য় পএ সাজেশন ২০২৩ | এইচএসসি বাংলা ২য় পএ ফাইনাল সাজেশন ২০২৩ (সকল বোর্ড)